সমাজবিরোধী কাজ; গ্রেপ্তার হলেন অভিনেত্রী জয়শ্রী!

মেয়েদের দিয়ে সমাজবিরোধী কাজ করানোর দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন অভিনেত্রী জয়শ্রী কর জয়া। নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে গ্রাম থেকে আসা সহজ-সরল চার তরুণীর জীবনকে অন্ধকার পথে ঠেলে দেয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জয়শ্রী কর জয়া গ্রেপ্তার হওয়ার পর ঐ চার তরুণী স্বাভাবিক জীবযাপনে ফিরে আসে। এমন গল্প নিয়েই নির্মাণ হচ্ছে ঈদের ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘শেষ অধ্যায়’।

নাটকটিতে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ম্যাসেজ রয়েছে। লাইমলাইট এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই নাটকটিতে।

অভিনয় প্রসঙ্গে জয়শ্রী কর জয়া বলেন, অনেক দিন পর একটি ভিন্নধারার গল্পের নাটকে কাজ করলাম। গতানুগতিক গল্পের বাইরে ভিন্নধারার গল্পের এই নাটকটি দর্শকদের কাছে বেশ সমাদৃত হবে বলেও মনে করেন তিনি।

রেজাউর রহমান রিজভী রচিত ও মিনহাজুল ইসলাম অভি পরিচালিত ‘শেষ অধ্যায়’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন-সুমাইয়া শিমু, সজল, ইসমত আরা লেমন, লামিয়া মিমো, সানজানা ইনা, ইশরাত তুন্নি, প্রিয়াংকা, ঝুনা চৌধুরী, পাভেল ইসলাম, সাজু আহমেদ, বাদল, দিলু, জুয়েল হোসাইন দুলাল প্রমুখ।



মন্তব্য চালু নেই