সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার। তাদের ব্যাটিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর তাতে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন ওয়ার্নার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। ১৯ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ২৫ রান দিয়ে দুই উইকেট নেন প্রোটিয়া বোলার রাবাদা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৭৯ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিস। ৪৪ রান করে ডি কক। ৩৩ রান করেন মিলার। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জেমস ফকনার।



মন্তব্য চালু নেই