সমকামিতা প্রসঙ্গে মুখ খুললেন করণ জোহর
অনেক দেশে সমকামিতা বৈধ ঘোষণা করা হলেও একে এখনও অনেকেই খারাপ নজরে দেখে। সেক্স নিয়ে ট্যাবু এখনও মানুষের মন থেকে যায়নি। এসব মেনে নেওয়া এখনও অনেক দূরের ব্যাপার। সহজে সমাজ এসব ব্যাপার মেনে নেবে না। কথাগুলো বলছিলেন বলিউডের নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব করণ জোহর।
সমকামিতা ও করণ জোহরের মধ্যে অনেকাংশে যোগসূত্র রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি যেমনই হন না কেন, বলিউড সিনেমায় সর্বপ্রথম সমকামিতা বিষয়টি কিন্তু উপস্থাপন করেছেন তিনিই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে করণ বলেছেন, ‘সমকামিতাকে মেনে নিতে এখনও অনেক দেরি। কিন্তু আমরা অন্তত বিষয়টি সম্পর্কে জানি। এটাই প্রথম পর্যায়। একসময় তো আমরা এসব জানতামই না।’
২০০৮ সালে ‘দোস্তানা’ ছবিতে সমকামিতা নিয়ে মেসেজ দিয়েছিলেন করণ জোহর। এছাড়াও এই বছর ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিটি নির্মাণ করেন করণ। এই ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করেছিলেন ফাওয়াদ খান।
মন্তব্য চালু নেই