সব রেকর্ড ভেঙে দিলো পিকে

অবাক হবার কিছু নেই। সত্যিই ঘটনাটা ঘটিয়ে দিলো আমির-হিরানি জুটি। রাজ কুমার হিরানি পরিচালিত পিকে ছবিটি ভেঙে দিলো অতিতের সকল রেকর্ড।বহুল আলোচিত ছবিটি মুক্তি পাবার পর থেকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আয় করেছে ২৮৫ কোটি টাকা। বক্সঅফিস বিষেশজ্ঞদের মতে রবিবারের মধ্যে ছবিটির আয় ৩০০ কোটির ঘরে পৌঁছে যাবে।

১০০ কোটি টাকায় নির্মিত পিকে গত ১৯ ডিসেম্বর ভারতের ৪ হাজার হলে মুক্তি পেয়েছিল। ছবিটিতে আমির ছাড়া আরো অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আনুষ্কা শর্মা প্রমুখ।

pk



মন্তব্য চালু নেই