সবার সামনেই কেঁদে ফেললেন ঐশ্বরিয়া

আবার কেঁদে ফেললেন ঐশ্বরিয়া? আবার কি হল ? ভাবতে বসলেন তো, বহু বচ্চন কেন কেঁদে ফেললেন সবার সামনে, তা নিয়ে? এর আগে ঐশ্বরিয়া আত্মহত্যার চেষ্টা করেছেন বলে সম্প্রতি খবর ছড়ায়য় যা নিয়ে তোলপাড় হয়ে যায় সোস্যাল মিডিয়া!

না ভয় পাওয়ার কিছু নেই। কোনও অশান্তি বা ঝগড়া নয়। ঐশ্বরিয়া কাঁদলেন তার শিক্ষিকার পা ছুঁয়ে। অর্থাৎ, যার কাছে ছোট থেকে ভরতনাট্যম শিখে বড় হয়েছেন, সেই শিক্ষিকার সঙ্গে দেখা হওয়ার পরই তার ছুঁয়ে প্রণাম করেন সাবেক বিশ্ব সুন্দরি ও বচ্চন পরিবারের গৃহবধু।

এসময় তিনি জানান, ওই শিক্ষিকা না থাকলে, তিনি নাচ শিখতেই পারতেন না। শুধু তাই নয়, ওই শিক্ষিকা না থাকলে, তিনি নাচ শিখতেই পরতে না বলেও আবেগপ্রবণ হয়ে যান রাই সুন্দরি।



মন্তব্য চালু নেই