সবার চোখের সামনে মানুষকে গিলে ফেলল সাপ!
আস্ত একটা মানুষকে গিলে ফেলল সাপ। একদল মানুষের সামনেই সাপ মানুষটিকে গিলে ফেলল। আর গোটা ঘটনাটির রেকর্ডিং করলেন প্রত্যক্ষদর্শীরা। আসলে টিআরপি বাড়ানোর যুগে মানুষ কত কিছুই তো করেন। ডিসকভারি চ্যানেলের পল রসোলিও টিআরপি বাড়ানোর জন্য অদ্ভুত এক স্টান্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ঠিক করেছিলেন, নিজেকে মস্ত এক সাপের সামনে সমর্পণ করবেন। করলেনও তাই। সাপ যখন পলকে এক গ্রাসে সাবাড় করার চেষ্টা চালাচ্ছে তখনই অন্য ক্রু মেম্বাররা সেই দৃশ্যই ভিডিও রেকর্ডিং করতে থাকেন।
কিন্তু টিআরপি’র খেলায় মজে কখন যে নিজের বিপদ ডেকে এনেছেন পল, তা তিনি নিজেও বুঝতে পারেননি। তাই যখন পলকে যখন প্রায় গোটাটাই গিলে ফেলছে সাপ, তখন তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন বাকি ক্রু মেম্বাররা। সাপের সঙ্গে প্রায় যুদ্ধ চালিয়ে পলকে উদ্ধার করেন। -সংবাদ প্রতিদিন
মন্তব্য চালু নেই