সবাই পূজামণ্ডপে, এদিকে বাসায় ডাকাতি

বাসার দরজায় তালা দিয়ে সবাই গেছেন পূজামণ্ডপে। আর এই সুযোগে ডাকাতরা তালা ভেঙে নগদ সাত লাখ টাকা ও সাত ভরি সোনা নিয়ে গেছে।

বুধবার সকালের দিকে এমন ঘটনা ঘটেচে চাঁদপুরের হাজিগঞ্জ থানায়।

গৃহকর্তা উত্তম কুমার সাহা জানান, তার বাড়ি হাজিগঞ্জের কলেজ রোড, মকিমাবাদ। চার তলা বিল্ডিংয়ের তৃতীয় তলার উত্তর পাশে ভাড়া থাকেন। বুধবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি বাসা থেকে দোকানে যান। সকাল ১০টার দিকে তার স্ত্রী শ্যামলী রানী সাহা, দুই মেয়ে উদিতা সাহা ও জয়িতা সাহা এবং তার বোন শিখা রানী সাহা (প্রতিবন্ধী) দুর্গাপূজা দেয়ার জন্য রামকৃষ্ণ আশ্রমে যায়। বেলা ১১টার বাসার মালিক বাবুল কর্মকার মোবাইল ফোনে তাকে জানান, তার বাসার দরজা ভাঙা। তাৎক্ষণিকভাবে বাসায় এসে দেখেন, স্টিলের আলমারির দরজা ও ভেতরের ড্রয়ার ভাঙা। আলমারিতে ব্যবসার নগদ ৭ লাখ টাকা এবং তার স্ত্রী ও শ্যালিকা হ্যাপী রানী সাহার ব্যবহার্য ৭ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার ছিল, সেগুলো নেই, যার বর্তমান বাজার মূল্য ৩ লাখ ১১ হাজার টাকা।

এ ঘটনায় থানায় একটি এফআইআর দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই