সবচেয়ে হট ফাদার শাহরুখ
বলিউডের জনপ্রিয় বিনোদন পোর্টাল বলিউড লাইফ ডটকমের জরিপে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার কিং নির্বাচিত হওয়ার পর, এবার বলিউডের সবচেয়ে হট ফাদারের খেতাব জিতেছেন শাহরুখ খান।
বলিউড লাইফ ডটকমের আয়োজনে ‘বলিউডের সবচেয়ে হট ড্যাড’ শীর্ষক জরিপে ফ্যানদের কাছ থেকে ৪৩ শতাংশ ভোট পেয়ে বলিউডের হট ফাদারের খেতাব পেয়েছেন শাহরুখ। ২৩ শতাংশ ভোট পেয়ে হট ফাদারের তালিকায় দ্বিতীয়তে রয়েছেন ফাওয়াদ খান। ১৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে অক্ষয় কুমার ও ১৪ শতাংশ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন হৃতিক রোশন।
হট ফাদারের খেতাব জিতলেও শাহরুখ তার বড় ছেলে আরিয়ানের কাছে কেয়ারিং ফাদার হিসেবেও পরিচিত। আরিয়ানের ক্যারিয়ার গড়তে বাজি রাখতে চলেছেন কোটি টাকা। শোনা যাচ্ছে, হলিউডি সিনেমা ‘বয়হুড’-এর রিমেক হতে চলেছে বলিউডে। এই সিনেমার মাধ্যমে বলিউডের পা রাখতে চলেছেন আরিয়ান। ছেলের খাতিরে সিনেমাটির প্রযোজক শাহরুখ নিজে।
হট, কেয়ারিং-এর পাশাপাশি ‘লাভেবল ডাডি’ শাহরুখ। ছোট্ট ছেলে আব্রামের প্রতি শাহরুখের যে ভালোবাসা, সে কথা কারো বোধহয় জানতে বাকি নেই। তবে মেয়ে সুনাহার কাছে শাহরুখ ‘ডাডি কুল’। মেয়ে বলে কোনো বাঁধা নিষেধের বেড়া নেই সুহানার ওপর।
মন্তব্য চালু নেই