সবচেয়ে ‘কিপ্টা ’বোলার মুস্তাফিজ
টি২০ ক্রিকেটে সবচেয়ে কম রান খরচ করা বাংলাদেশী বোলারদের সেরা দশ’র চারটিই মুস্তাফিজের দখলে। সৈয়দ রাসেলের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানটি যেমন তার পঞ্চম স্থানটিতেও রয়েছেন মুস্তাফিজের।
২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভার বল করে ১০ রান দিয়ে সবার ওপরের স্থানটি ধরে রেখেছেন বাহাতি মিডিয়াম পেসার সৈয়দ রাসেল।
২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ এবং সদ্য এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৩ রান দিয়ে দ্বিতীয়ও তৃতীয় অবস্থানে আছেন কাটার বয় মুস্তাফিজ।
চতুর্থ অবস্থানে আছেন জিয়াউর রহমান। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের মিরপুরে ৪ওভারে তিনি খরচ করেছিলেন ১৬ রান।
এরপর আল-আমিন। ২০১৪ সালে ঢাকার মাটিতে নেপালের বিপক্ষে তিনি খরচ করেছিলেন ১৭ রান। পঞ্চম স্থানটিতে আবারও মুস্তাফিজের নাম। এবছর জানুয়ারিতেই জিম্বাবুয়ের বিপক্ষে তিনি খরচ করেছিলেন ১৮ রান।
মন্তব্য চালু নেই