সবচেয়ে কঠিন বোলারের নাম প্রকাশ করলেন ক্রিস গেইল

পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল জানিয়েছেন, কোন বোলারকে খেলতে অসুবিধা হতো তার। ‘হতো’ বলা যাচ্ছে, কারণ সেই বোলার এখন আর ক্রিকেট খেলেন না। বেশ কয়েক বছর আগে অবসর নিয়েছেন।

গেইল এখন ভারতে আছেন। তার আত্মজীবনী মূলক বই ‘সিক্স মেশিন’ প্রচারের কাজে এসেছেন। ওই অনুষ্ঠানেই কঠিন বোলারের নাম বলেন। এদিন তার সঙ্গে ছিলেন ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বীরেন্দর শেওয়াগ এবং বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর।

গেইল জানান, পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতারকে খেলতে অসুবিধা হতো তার। ক্যারিয়ারে তাকেই সবচেয়ে কঠিন বলে মনে হয়েছে।

শোয়েবের প্রসঙ্গ উঠতেই গেইল স্বভাব সুলভ ভঙ্গিতে মজা করেন, ‘ওকে গুড়িয়ে দেয়া একদম সহজ কাজ। সত্যি ভাববেন না আবার। মজা করছি। ওর প্রচণ্ড গতি ছিল।’

গেইল আরো বলেন, তিনি বইয়ের প্রথম কপি দিতে চান রিয়াল তারকা রোনালদোকে।

‘রোনালদোর হাতেই প্রথম কপি দিতে চাই। ওর সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। ও যেভাবে চড়াই-উতরাই পার করে তারকা হয়েছে, আমার বেলায়ও তাই হয়েছে। ওর মতো আমাকেও যথাযথ মর্যাদা দেয়া হয় না।’

শুধু রোনালদোই নয়। গেইল নিজের খেলোয়াড়ি জীবনকে তুলনা করেছেন, ইব্রাহিমোভিচের সঙ্গেও।-ঢাকা টাইমস, স্পোর্টসকিদা



মন্তব্য চালু নেই