সপ্তাহে ৩ থেকে ৪ বার যৌন মিলন করুন, কিডনিতে পাথর জমবে না
কিডনিতে স্টোন জমে যেতে পারে। ভয়ে আছেন?একদম ভয় পাবেন না। উপায় একেবারে সহজ। তার জন্য আপনাকে ভাল ডাক্তারের কাছেও যেতে হবে না।
অপরেশন তো দূর, খেতে হবে না কোনও দামি বা তেতো ওষুধও। ভাবছেন তো, তাহলে কীভাবে নিশ্চিন্তে থাকবেন, যে আপনার কিডনিতে স্টোন হবে না?
সহজ উপায় একদম। নিয়ম করে সপ্তাহে অন্তত তিন-চারবার সেক্স করুন আপনার পার্টনারের সঙ্গে। ব্যাস নিশ্চিত থাকতে পারেন, আর যাই হোক, আপনার কিডনিতে অন্তত পাথর বসবে না।
প্রায় ৭৫ জোড়াকে নিয়ে এই পরীক্ষা করা হয়েছে। এবং দেখা গিয়েছে, যারা সপ্তাহে অন্তত তিন থেকে চারবার সেক্স করেছেন, তাদের কিডনি দিব্যি পরিষ্কার। কিন্তু, যারা সেক্স কম করেছেন, তাদের কারও কারও কিডনিতে পাথর বসেছে।
সূত্র: জি নিউজ
মন্তব্য চালু নেই