সন্ধ্যায় বিমানে করে বাড়ি ফিরবেন মুস্তাফিজ
গতকাল রাতে আইপিএল শেষ করে ঢাকায় ফিরছেন মুস্তাফিজ।ঢাকায় ফিরলেও নিজ গ্রাম সাতক্ষিরায় যাওয়অর জন্য মন মানছে না দেশের এই সেরা তারকার। বেলা সাড়ে বিসিবিতে আসেন মুস্তাফিজ সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিজিও বায়জেদুল ইসলাম ও চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাকে পরীক্ষা করেন।পরবর্তীতে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরি সুজন জানান, দীর্ঘ দুইমাস খেলা চালিয়ে যাওয়ায় মুস্তাফিজের ডান পায়ের হ্যাম স্ট্রিংয়ে ইনজুরি আছে। বাড়ি থেকে ফিরে আসলে তার চিকিৎসা শুরে হবে বলেও জানান।
তাই আপাতত তাকে বাড়িতে যেতে দিচ্ছে বিসিবি। সন্ধ্যায় নিজ বাড়ি যাওয়ার জন্য বিমানে চড়বেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নভোএয়ারের বিমানে চেপে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে যশোরে পৌছবেন তিনি। যশোর থেকে নিজস্ব গাড়িতে করে বাসায় ফিরবেন এই কাটার মাষ্টার।
মন্তব্য চালু নেই