সন্ধান পাওয়া গেল একশত বছর আগে হারিয়ে যাওয়া সেই জাহাজটির
প্রায় একশত বছর আগে হারিয়ে যাওয়া নৌবাহিনীর একটি জাহাজের সন্ধান মিলেছে। সম্প্রতি এটি সান ফ্রান্সিসকো উপকূলের অদূরে পাওয়া গেছে।
জাহাজটি ১৯২১ সালের ২৫ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ৯৫ জন যাত্রী নিয়ে রওনা হয়ে হাওয়াইয়ের পার্ল হারবারে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলো। জাহাজটি ৯৫ বছর পর খুঁজে পাওয়ার ফলে দেশটির নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে রহস্যজনক একটি ঘটনার অবসান ঘটলো।
জানা গেছে, ইউএসএস কোনেসটোগা শান্তিকালিন সময়ে নিখোঁজ হওয়া মার্কিন নৌবাহিনীর সর্বশেষ জাহাজ। এটি তাদের একটি টানা জাহাজ ছিল। ফারালন দ্বীপপুঞ্জের কাছে কর্মরত এনওএএ’র একটি জরিপ দল ২০০৯ সালে ১৮৯ ফুট (৫৮ মিটার) গভীরে প্রাথমিকভাবে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পায়।
২০১৫ সালের অক্টোবর মাসে কোনেসটোগার ধ্বংসাবশেষটি আরো সুনির্দিষ্টভাবে চিহিৃত করা হয়। বিশেষজ্ঞদের ধারণা ঝড়ের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য নাবিকরা চেষ্টা করার সময় এটি ডুবে যায়।
মন্তব্য চালু নেই