রাউজানে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন
সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদক ব্যবসায়ীদের প্রতি সকলকে সজাগ দৃষ্টি থাকতে হবে
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন প্রশাসনের সর্বক্ষেত্রে সচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে জনসাধারণকে সেবা দিতে হবে। সকলকে সজাগ থাকতে হবে যাতে জঙ্গীবাদ ও মাদক ব্যবসায়ীরা মাথা চড়া দিতে না পারে।
গতকাল বৃহস্পতিবার তিনি রাউজানের বিভিন্নস্থানে অবস্থিত স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করতে এসে প্রশাসনের কর্মকর্তা ও এলাকার সুধিজনদের প্রতি এই আহ্বান জানান।
এসময় তিনি রাউজানের উন্নয়ন কর্মকাণ্ডের ভুয়সি প্রশংসা করে বলেন এই উপজেলার বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে আহ্বান জানান।
সকাল নয়টা জেলা প্রশাসক কাপ্তাই সড়ক পথে মদুনাঘাট হয়ে রাউজানে আসেন। তিনি নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, ডাবুয়া তহশিল অফিস, রাউজান আরআরএসি উচ্চ বিদ্যালয়, রাউজান দারুল ইসলাম মাদ্রাসাসহ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় তার সাথে ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদ, শিক্ষা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলামসহ সরকারি বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।
মন্তব্য চালু নেই