ওপেন হাউস ডে পুলিশ সুপার হাফিজ আকতার
সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ তৈরীতে পুলিশের পাশাপাশি জনগনকেও পাশে থাকতে হবে
বর্তমানে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ও দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। সেই সময়ে এই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে নসাৎ করার মানসে ও দেশকে আবারো ধংসের পথে নিয়ে যেতে একটি মহল আগুন দিয়ে মানুষ পুড়িয়ে যানবাহন পুড়িয়ে দিয়ে দেশকে জঙ্গী রাষ্ট হিসাবে পরিনত করতে মরিয়া হয়ে উঠেছে। দেশ থেকে মাদক সন্ত্রাস জঙ্গী মুক্ত করতে পুলিশের পাশাপাশি কমিনিউটি পুলিশিং কমিটির কর্মকর্তা সদস্যদেরকে জনগণকে সাথে নিয়ে এগিয়ে আসতে হবে। দেশকে জঙ্গী মুক্ত, সন্ত্রাস, মাদক মুক্ত করতে এলাকার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে।
৯মে শনিবার সকাল ১১ টার সময় রাউজান উপজেলা কমিনিউটি পুলিশিং কমিটির সমাবেশ ও ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এক এম হাফিজ আকতার বিপিএম একথা বলেন। রাউজান একে এম ফজলুল কবির চৌধুরী অডেটিরিয়াম হলে রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার আবু জাফর চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, সরোয়ার্দি সিকদার, আবদুর রহমান চৌধুরী, রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর জানে আলম জনি, ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন, রাউজান উপজেলা র্দুনীতি দমন কমিটির সাধারণ স¤পাদক অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকি, অধ্যক্ষ আবদুল মন্নান, রাজিব সিংহ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইদুল ইসলাম খাকি, শিক্ষক সাদন কুমার বড়–য়া। উপজেলা কমিনিউটি পুলিশিং কমিটির সবাবেশের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাউজান কলেজ বাংলার মুখ সাংস্কৃতিক সংগঠনের শিল্পিরা।
মন্তব্য চালু নেই