সন্ত্রাসে জড়িত সন্দেহে লক্ষাধিক টুইটার অ্যাকাউন্ট বন্ধ
সন্ত্রাসের সঙ্গে জড়িত সন্দেহে এক লাখ ২৫ হাজার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসী কার্যক্রমের হুমকি কিংবা সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে এসব অ্যাকাউন্ট ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রতিষ্ঠানটি জানায়, এসব অ্যাকাউন্টের বেশিরভাগই তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।এসব ঘটনায় দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে রিপোর্ট পর্যালোচনার জন্য কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে।
বিশ্বজুড়ে ৫০ কোটির বেশি মানুষ সামাজিক মাধ্যম টুইটার ব্যবহার করেন।
মন্তব্য চালু নেই