সন্ত্রাসী যে দলের হোক, ছাড় নেই : তথ্যমন্ত্রী ইনু

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাদের ছাড় নেই।‘ সোমবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন পাঞ্জেরের নামাজে জানাযার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘কুষ্টিয়াসহ দক্ষিণাঞ্চল সন্ত্রাসীদের জনপদ ছিলো। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দক্ষিণাঞ্চল শান্তির জনপদে রূপান্তরিত হয়েছে।‘ আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘আইনশৃঙ্খলা পর্যায়ে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সন্ত্রাসীদের তৎপরতা থাকলেও জনগণ হুমকির মুখে নেই। সেদিক থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি আছে। তারপরেও কিছু সন্ত্রাসী তৎপর আছে তাদের দমন করার চেষ্টা চলছে।‘ এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় জাসদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ মহাজোটের নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই