সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে জবাব দেব : মো. নাসিম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ‘ঈদের পরে আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তার যথাযথ জবাব দেব। এজন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। আন্দোলনে নামলে ব্রাজিলের মতো সাত গোল খাবেন।’

বিএনপিকে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে নাসিম বলেন, ‘আপনারা যখন ক্ষমতায় ছিলেন আমরাও আন্দোলন করেছি। কিন্তু মেয়াদে শেষ না হওয়া পর্যন্ত আপনারা ক্ষমতা ছাড়েননি।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় অর্জনসমূহ, উন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বেগম জিয়াকে উদ্দেশ করে নাসিম আরও বলেন, ‘আন্দোলনের কথা বলে কোনো লাভ নেই। মাথা ঠাণ্ডা রাখেন। দেশের জন্য কাজ করেন, আমরা সহযোগিতা করবো। একটি নির্বাচিত সরকারকে কোনোভাবেই ক্ষমতা থেকে নামানো যাবে না।’

‘আমরা সরকার গঠন করেছি জনগণের ভোটে নির্বাচিত হয়ে। তাই আন্দোলন করে কোনো লাভ হবে না। সংবিধান অনুযায়ী কোনো নির্বাচিত সরকার নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতায় থেকে পদত্যাগ করে না,’ বলেন নাসিম।

‘নির্বাচন ২০১৯ সালেই হবে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। যারা নির্বাচিত হবে তারা ক্ষমতায় যাবে।’

বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে মো. নাসিম আরো বলেন, ‘গত নির্বাচনে আপনি অংশ নেননি, সে দোষ সরকারের নয়। আমরা বলেছিলাম প্রয়োজনে আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হবে। আপনারা নেননি। নির্বাচনে এলে হয়তো আপনারা ক্ষমতায় যেতেন।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান আব্দুল হক সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদুল হক মিলন, অভিনেতা মিজু আহমেদ প্রমুখ।



মন্তব্য চালু নেই