সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জায়গা মতো’ ব্যবস্থা গ্রহণ করুন

হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মাকান্ডে জড়িতদের গ্রেফতার না করে ‘জায়গা মতো’ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, ইউরোপ-আমেরিকার দেশগুলিতে গত ১০ বছরে কোন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় না। তাদের বিরুদ্ধে জায়গা মতো ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি আইনশৃংখলা বাহিনীকে অনুরোধ করবো, আপনাদের কাউকে আটক করার প্রয়োজন নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউইয়র্ককীয় কায়দায় জায়গা মতো ব্যবস্থা গ্রহণ করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে (জনসন রোড) সোমবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জবি উপাচায বলেন, বর্তমানে রাজনীতির নামে যা চলছে তা হচ্ছে বিশুদ্ধ সন্ত্রাস। এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। দেশে এখন কোন রাজনীতি, রাজনৈতিক কর্মসূচী নই। রাজনীতি এখন কেবল বার্ণ ইউনিট, আর কয়েকটি টিভির টকশোতে চলছে।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচী10957557_797363007004960_6812511074601694501_n ডেকে রাজনৈতিক নেতারা বাড়িতে বসে থাকেন। আর টাকা দিয়ে টোকাইদের দিয়ে বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষ পুড়ানো হচ্ছে।

অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমরা গত দুইবছর চেষ্টা করে বিশ্ববিদ্যালয়ের সেশনজটসহ অন্যান্য সমস্যা দূর করেছিলাম।

কিন্তু বর্তমানে রাজনীতির নামে আমাদের শিক্ষা কাযক্রমকে তছনছ করে ফেলা হচ্ছে। এসএসসি পরীক্ষার্থীরাও এ সহিংসতা থেকে রক্ষা পায়নি।

তিনি আরও বলেন, অবরোধ শব্দটি সাংবিধানিকভাবে অবৈধ। এর নামে সৃষ্ট সন্ত্রাস প্রতিরোধে যা যা করা প্রয়োজন তা করার আহ্বান জানাচ্ছি আমরা সরকারের প্রতি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা: আলী নূর এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, অধ্যাপক ড. রেজাউল করিম প্রমুখ।

মানববন্ধনে কবি নজরুল সরকারী কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী আইনজীবি পরিষদসহ পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী নেতৃবৃন্দ একাত্নতা পোষন করেন।

10426545_797362250338369_1897536776023659776_n



মন্তব্য চালু নেই