সন্ত্রাসবাদী কনটেন্ট রুখতে নতুন ডেটাবেস তৈরি করবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো
শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক, মাইক্রোসফট, টুইটার এবং ইউটিউব তাদের ওয়েবসাইটের মাধ্যমে সন্ত্রাসী ছবি, ভিডিও বা কনটেন্ট সবার মধ্যে ছড়িয়ে পড়া রুখতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে। এই চারটি প্রতিষ্ঠান নতুন ডেটাবেস তৈরি করবে যা কনটেন্টগুলোকে ‘ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট’র মাধ্যমে চিহ্নিত করবে এবং এর মাধ্যমে সন্ত্রাসবাদ ছড়ায় এমন কনটেন্টগুলোকে সরিয়ে ফেলা সহজ হবে।
হিংসাত্মক বা চরমপন্থী কনটেন্ট শেয়ারের হওয়ার আগে আপলোড করার সাথে সাথেই এই ডেটাবেস তা ধরে ফেলবে। যৌথ একটি ব্লগ পোস্টে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়, ‘ভোক্তাদের জন্য আমাদের সেবাগুলোর মধ্যে সন্ত্রাসবাদ প্রচারের কোনো স্থান নেই।’ আর এই উদ্যোগ ‘সবচেয়ে চরম এবং গুরুতর’ কনটেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সন্ত্রাসবাদী কোনো কনটেন্ট আপলোড করলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে ডাটাবেসের মাধ্যমে কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে প্ল্যাটফর্ম থেকে সরানোর পরিবর্তে, এটি প্রতিষ্ঠানটির শর্তাবলী লঙ্ঘন করে কিনা তা পর্যালোচনা করে দেখার পর ব্যবস্থা নিবে।
গত বছর শিশু পর্নোগ্রাফি চিহ্নিত করতে এবং সরিয়ে ফেলতে একইভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমনকি সার্চ জায়ান্ট গুগল শিশু পর্নোগ্রাফি রোধে প্রত্যেক জিমেইল ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্ক্যান করে থাকে।
ইউরোপীয় কমিশনের মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের হেট স্পিসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানানোর পরই এই উদ্যোগ নেওয়া হলো।
সূত্র: বিবিসি, দ্য ভার্জ
মন্তব্য চালু নেই