সন্তান প্রসব করেই ফিরে গেলেন গেমস খেলতে মা !
কত বিচিত্র ঘটনাই ঘটে জগতে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। সেরকমই একটি ঘটল চীনে। সেখানে একটি সাইবার কাফেতে সন্তানের জন্ম দিলেন মা। তারপর ফিরে এসে খেলতে লাগলেন ভিডিও গেমস।
এরপর অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালে নিয়ে যেতে এলে নিজেই পায়ে হেঁটে গাড়িতে উঠে বাচ্চা সমেত চলে গেলেন হাসপাতালে। এমন আজব ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংঝি প্রদেশে।
গর্ভবতী ২৪ বছরের ওই যুবতী কম্পিউটার গেমসে মাত্রাতিরিক্ত আসক্ত। দিন কয়েক আগে তিনি একটি সাইবার কাফেতে যান। সেখানেই তার প্রসব বেদনা উঠলে কাফের বাথরুমেই সন্তান প্রসব করেন তিনি। বাথরুমে শিশুর কান্না শুনে কাফের কর্মীরা ছুটে এসে দেখেন ওই যুবতী রক্তাক্ত অবস্থায় রয়েছেন।
এরপর তারাই হাসপাতালে খবর দিলে অ্যাম্বুলেন্স এসে মা ও শিশুকে নিয়ে যায়। মজার ঘটনা হলো, যতক্ষণ অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছিল ততক্ষণ সদ্য মা হওয়া যুবতী কাফের ভিতরে নিজের সিটে ফিরে এসে ফের গেমস খেলতে থাকেন। এরপর অ্যাম্বুলেন্স এলে স্ট্রেচারে না শুয়ে হেঁটে হেঁটে গিয়ে সেটায় উঠে হাসপাতালে যান। জানা গেছে, মা ও শিশু আপাতত হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছে।
মন্তব্য চালু নেই