সন্তানের কী নাম হবে? আভাস দিলেন কারিনা
সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন কারিনা। ইন্ডাস্ট্রিতে অনেকেই সাইফ-কারিনাকে একসঙ্গে ‘সইফিনা’ বলে ডাকেন। সে কারণেই একসময় জল্পনা হয়েছিল, হয়তো তাঁদের প্রথম সন্তানের নাম ‘সইফিনা’ রাখবেন এই দম্পতি।
কিন্তু সে জল্পনা উড়িয়ে দিয়েছিলেন সাইফ আলি খান। এ বার করিনা তাঁদের সন্তানের নামের ছোট্ট আভাস দিলেন।
সম্প্রতি এক সাক্ষাত্কারে কারিনা বলেন, ‘‘আমরা এখনও কোনও নাম ভাবিনি। তবে সাইফ তো একজন হিস্টোরিয়ান। মানে ও এত ইতিহাস পড়তে ভালবাসে…। ও হয়তো পুরনো দিনের ট্র্যাডিশনাল কোনও নাম রাখতে চাইবে।’’
এর আগে সাইফ বলেছিলেন, ‘‘ছেলে বা মেয়ে যাই হোক আমরা তাকে সইফিনা বলে ডাকব না।’’ এ দিন করিনার কথাতেই ছিল সেই ইঙ্গিত।-আনন্দবাজার
প্রেমিকা বা স্ত্রীর মধ্যে রয়েছে এই লক্ষণ? তাহলে প্রেমে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল পূর্বের সংবাদ
মন্তব্য চালু নেই