সত্য বলায় একে খন্দকার রাষ্ট্রদ্রোহী : এমকে আনোয়ার

‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটিতে সত্য কথা বলায় মুক্তিযুদ্ধের উপপ্রধান একে খন্দকারকে রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।

তিনি বলেন, ‘একে খন্দকার যখন গোমর ফাঁস করে দিয়েছেন, সত্য কথা বলেছেন, মুখোশ উন্মোচন করেছেন তখন তার ওপর সংসদ থেকে সুমধুর বাণী দেয়া হয়েছে। তাকে রাষ্ট্রদ্রোহী বলা হয়েছে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ইতিহাস লেখার জন্য যদি বিচার করতে হয় তাহলে সেটা জনগণ করবে। আপনাদের বিচার করার কোনো ক্ষমতা নাই।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, নবম সংসদে আওয়ামী লীগ থেকে মনোনীত সংসদ সদস্য ও তৎকালীন পরিকল্পনামন্ত্রী একে খন্দকারের লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটির কিছু অংশ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। বিএনপি নেতাদের অনেকেই বিভিন্ন সভা-সমাবেশে বইটির কোনো কোনো অংশ উদ্ধৃত করে বক্তব্য দিচ্ছেন।

বইটিতে একে খন্দকার বলেছেন, ‘বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে জয় পাকিস্তান বলেছেন।’

এমকে আনোয়ার বলেন, ‘বর্তমানে দেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই। আছে সন্ত্রাসী বাহিনী। চুরি-ডাকাতি আর অপহরণই তাদের আদর্শ।’

তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তাদের অপহরণ করা হচ্ছে। দেশে এক সঙ্কটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি থেকে বাঁচার জন্য দেশের জনগণ এখন খালেদা জিয়া ও তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।’

জনগণের দাবি মেনে নিয়ে অনতিবিলম্বে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবি জানান তিনি।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীবুন নবী খান সোহেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।



মন্তব্য চালু নেই