‘সত্তা’র টানে ঢাকায় পাওলি
‘সত্তা’র টানে আবারও ঢাকায় পা রাখলেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। এর আগেও ছবির শুটিংয়ের জন্য দুই দফায় এসেছিলেন তিনি। বুধবার ঢাকায় নেমে অল্প সময় বিশ্রাম নিয়েই শুটিংয়ের সেটে হাজির হন পাওলি।
২০১৪ সালের ১৬ নভেম্বর ঢাকার এফডিসিতে ছবিটির দৃশ্য ধারণের মাধ্যমে শুরু হয়েছিলো হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবির কাজ। কিন্তু শাকিব খান ও পাওলির শিডিউল জটিলতার মাঝে প্রায় এক বছর ছবির শুটিং বন্ধ থাকে। তবে আশার কথা হলো বুধবার থেকে আবারো ছবির নির্মাণ কাজ শুরু হয়েছে।
বুধবার রাতে ঢাকায় পৌঁছে অল্প বিশ্রাম নিয়ে সোজা কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন পাওলি। সেখানে ছবির কয়েকটি দৃশ্য ধারণ করা হয়। এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে এফডিসিতে শুটিংয়ে অংশ নেন পাওলি।
এদিকে ছবির পরিচালক বলেন, ‘আগামী দুদিন এফডিসিতে ছবির কিছু দৃশ্যধারণ করা হবে। এতে পাওলির পাশাপাশি শাকিব খানও থাকবেন। তবে যাত্রায় ছবির পুরো কাজ শেষ হবে না।’
উল্লেখ্য, শাকিব-পাওলি জুটির প্রথম ছবি ‘সত্তা’।
মন্তব্য চালু নেই