সঞ্জয়ের বায়োপিকের নাম খুঁজতে প্রতিযোগিতা

ছবির প্রচারণায় নিত্য নতুন কৌশল গ্রহণে বলিউডের জুড়ি নেই। সম্প্রতি শাহরুখ-আনুশকার নতুন ছবির নাম প্রস্তাব করতে দর্শকদের আহ্বান জানানো হয়। এবার সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক ছবির নাম ঠিক করতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ছবিটি পরিচালনা করছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত পরিচালক রাজকুমার হিরানি। যার মূল চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। ছবির নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছেই উপযুক্ত নামটি চাওয়া হয়েছে। সহকারী পরিচালক থেকে লাইটম্যান সবাই নির্ধারিত দায়িত্বের পাশাপাশি ছবির নাম খোঁজা নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

হিরানি নিজ অফিসের বাইরে একটি বাক্স রেখেছেন। সেখানেই নিজেদের পছন্দের নাম লিখে জমা দিতে হবে। জানুয়ারিতে বাক্সটি খোলা হবে। জমা নামের মধ্য থেকে বেছে নেয়া হবে সিনেমার নাম। যার নাম বেছে নেয়া হবে তাকে সদ্য বাজারে আসা ৯২ হাজার টাকা দামের মোবাইল ফোন পুরস্কার দেবেন হিরানি নিজেই। আপাতত ছবির প্রচারণা চালানো হচ্ছে ‘দত্ত’ নাম দিয়ে। ‌



মন্তব্য চালু নেই