সঞ্জয়ের ছবিতে জুটি বাঁধছেন শাহরুখ-প্রিয়াঙ্কা!
বর্তমানে ‘পদ্মাবতী’ র শ্যুটিং নিয়েই ব্যস্ত বলিউডের খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বনসালি। এর মধ্যেই শুরু হয়েছে নতুন ছবির পরিকল্পনা।
‘গুস্তাকিয়াঁ’ নামের সেই ছবিটিতে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া জুটি বাঁধবেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে নাকি স্ক্রিপ্টও পড়ে ফেলেছেন শাহরুখ।
উর্দু কবি এবং গীতিকার সাহির লুধিয়ানভির জীবন অবলম্বনে এই ছবি। এর আগে শোনা গিয়েছিল ইরফান খান, ফওয়াদ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনয় করতে পারেন। তবে কিছুদিন আগেই শাহরুখের সঙ্গে দেখা করে স্ক্রিপ্ট পড়তে দিয়েছেন সঞ্জয়। শাহরুখ এখনও কিছু জানাননি এ ব্যাপারে। নায়িকার চরিত্রে প্রিয়াঙ্কাকেই পছন্দ পরিচালকের।
মন্তব্য চালু নেই