সজারু গিলতে গিয়ে যেভাবে প্রাণ হারালো অজগর!

দক্ষিণ আফ্রিকার একটি বেসরকারি অভয়ারণ্যে বিশাল এক সজারু খাওয়ার পর একটি আফ্রিকান রক পাইথন প্রজাতির বিশাল অজগর প্রাণ হারিয়েছে। ৩.৯ মিটার লম্বা অজগরটি ১৩.৮ কিলোগ্রাম ওজনের সজারু গিলে খেয়েছিল বলে জানিয়েছ লেক ইলান্ড গেম রিজার্ভ নামের বেসরকারি অভয়ারণ্যের ব্যবস্থাপক।

ব্যবস্থাপক জেনিফার ফুলার জানান, এ প্রজাতির সাপের সজারু খাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়। রক পাইথনের স্বাভাবিক খাদ্য তালিকার অংশ হলো সজারু। বরং সজারু খাওয়ার পর সাপের মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক হিসেব উল্লেখ করেন তিনি।

তিনি এর ব্যাখ্যা দিতে যেয়ে জানান, সাপের সজারু খাওয়ার দৃশ্য দেখতে প্রচুর দর্শক সমাগম হয়েছে। এতে সাপটি অস্বাভাবিক চাপের মুখে পড়েছে এবং খাদ্য উগড়ে দেয়ার চেষ্টা করেছে।

অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়লে খাদ্য উগড়ে দিয়ে সেখান থেকে সরে পড়ার চেষ্টা করে সাপ। এ কাজটি করতে যেয়ে রক পাইথনটি প্রাণ হারিয়েছে উল্লেখ করে জেনিফার ফুলার বলেন, সত্যিই এটি দু:খজনক এবং অস্বাভাবিক। এ ক্ষেত্রে বরং সাপটির ভাল থাকারই কথা ছিল।

আফ্রিকার সর্ববৃহৎ প্রজাতির সাপ রক পাইথন হরিণের মতো প্রাণীও গিলে খেতে পারে।
রেডিও তেহরান



মন্তব্য চালু নেই