সচিনকে অপহরণের হুমকি!
দেশের অবস্থা এই মুহূর্তে ভাল নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তে দেশ নাজেহাল। ব্যাঙ্ক, এটিএমে সর্পিল লাইন। মানুষের হাতে টাকা নেই। এই রকম অবস্থায় সচিনকে কে অপহরণ করার হুমকি দিল? কোনও জঙ্গি সংস্থা নয় তো? সচিনকে অপহরণ করার হুমকি দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। সম্পূর্ণ অন্য কারণে ক্যামেরন সচিনকে
অপহরণ করতে চান। ভারতের মাটিতে এখন টেস্ট সিরিজ খেলছে। ভারত এগিয়ে রয়েছে ২-০। বাকি আর দু’টি টেস্ট ম্যাচ। সেই টেস্টের ফলাফল কী হবে তার উত্তর দেবে সময়। তবে ভারত যে চালকের আসনে তা বলাইবাহুল্য। ভারতের মাটিতে ইংল্যান্ডের এই ভরাডুবি সহ্য করতে পারছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। তাই তিনি রসিকতার আশ্রয়ে বলছেন, ‘যেভাবে টেস্ট সিরিজ চলছে, তাতে টেন্ডুলোরকে কিডন্যাপ করতে হবে।’
কিন্তু কেন? হঠাৎ ‘মাস্টার ব্লাস্টার’কে অপহরণ করেই বা কী হবে? সচিনকে অপহরণ করলে ইংল্যান্ডের ক্রিকেটাররা উপকৃত হবেন। মুম্বইকর ইংল্যান্ডের ব্যাটসম্যানকে ব্যাটিং ট্রেনিং দেবেন। সচিনের ট্রেনিং পেলে লাভবান হবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ব্রিটিশ ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামলাতে পারবেন ভাল ভাবে। মাথা নীচু করে আর মাঠ ছাড়তে হবে না ব্রিটিশ-বাহিনীকে।-এবেলা
মন্তব্য চালু নেই