সঙ্গী বেছে নিবেন যেভাবে

সম্পর্কে শীতলতা আসতেই পারে। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙেও যেতে পারে। তাই সঠিক সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে পাঁচটি বিষয় মাথায় রাখুন। এমনকী সঙ্গীর মধ্যে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করলে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে তাও জেনে নিন-
১. মতের অমিল :‌ মজবুত সম্পর্কের প্রধান শর্তই হল দু’‌জনের মতের মিল। যদি দেখেন আপনার কথার কোনো গুরুত্বই দিচ্ছে না সঙ্গী বা সঙ্গিনী, তবে বুঝতে হবে আপনার মূল্যবোধের কোনো দামই নেই তার কাছে।
২. ভালবাসার ভান :‌ অনেক পুরুষ বা নারী আছেন যারা ভালবাসার ভান করে বসে থাকেন। সামনে থাকলে হয়তো বলবেন, আপনাকে খুব ভালবাসেন। কিন্তু আদতে তা নয়; যখন দু’‌জনে এক সঙ্গে সময় কাটাবেন, লক্ষ্য রাখবেন অন্য পুরুষ বা নারী সম্পর্কে তার মত কী। আরো ভাল করে বললে আশপাশে থাকা পুরুষ কিংবা নারীর দিকে তার নজর যাচ্ছে কিনা। যদি এ রকম লক্ষ্মণ দেখতে পান, তখনই বেরিয়ে আসুন সম্পর্ক থেকে।
৩. প্রয়োজনে পাশে নেই :‌ কেউ যদি সত্যিকারের কাউকে ভালবাসেন, তবে প্রয়োজনের সময় ঠিক আপনার পাশে থাকবেন। যদি দিনের পর দিন দেখা যায়, আপনার কোনো প্রয়োজনে তাকে পাশে পাচ্ছেন না, তবে বুঝবেন সম্পর্কের মেয়াদ বেশি দিন নেই।
৪. সন্দেহবাতিক :‌ সবচেয়ে মারাত্মক ব্যাপার। আপনার ফোন দীর্ঘক্ষণ ব্যস্ত রয়েছে, সঙ্গে সঙ্গে আপনার সঙ্গী বা সঙ্গিনী ভাবল আপনি অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলছেন। এ নিয়ে দু’‌জনের মধ্যে প্রতিনিয়ত তর্কাতর্কি চলছে। এ ভাবে সম্পর্ক টিকিয়ে না রাখাই ভাল। কারণ পরস্পরের প্রতি বিশ্বাস না থাকলে সেই সম্পর্কের গভীরতা কোথায়?‌
৫. দু’‌জনের মধ্যে তৃতীয় কেউ :‌ যখনই কোথাও ঘুরতে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কেউ না কেউ রয়েছে। সে ছোটবেলার বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে। এ রকম হলে দু’‌জনে একান্তে সময়টা কাটাবেন কী করে?‌ এক আধবার হতে পারে, কিন্তু বার বার এ রকম ঘটতে থাকলে চিন্তা তো বাড়বেই। ‌‌ সূত্র : আজকাল



মন্তব্য চালু নেই