সকাল ১০টায় এফডিসিতে দিতির দ্বিতীয় জানাজা

জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির দ্বিতীয় জানাজা আগামীকাল (সোমবার) সকাল ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হবে। রোববার এশার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দিতির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে দীর্ঘদিন অসুখে ভুগে রোববার বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী।

দিতির মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান রিয়াজ, চয়নিকা চৌধুরী, মৌসুমী, ওমর সানি, মুশফিকুর রহমান গুলজার, বাঁধনসহ শোবিজ অঙ্গনের বিভিন্ন মানুষ ও তার আত্মীয়-স্বজনেরা।

সেখানে সন্ধ্যায় দিতির পরিবারের মুখপাত্র হিসেবে গণমাধ্যমকে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, সোমবার এশার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দিতির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

প্রথম জানাজা শেষে দিতির মরদেহ হিমঘরে রাখা হয়। সেখান থেকে সোমবার সকালে সোনারগাঁওয়ের দপ্তপাড়া পৈত্রিক নিবাসে নিয়ে যাওয়া হবে তার মরদেহ।

পরে বাদ জোহর স্থানীয় মসজিদের মাঠে নামাজের জানাজা শেষে গ্রামের বাড়িতেই সমাহিত হবেন নন্দিত এই চিত্রনায়িকা।



মন্তব্য চালু নেই