‘সকল পক্ষ যেন তাদের কর্মের পরিণতি সম্পর্কে ভাবেন’
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সকল রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেছেন, ‘আমি সকল পক্ষকে আহ্বান জানাই, সকল পক্ষ যেন তাদের কর্মের পরিণতি সম্পর্কে পরিপূর্ণভাবে ভাবেন। দেশের জাতীয় স্বার্থ হানিকর কাজ থেকে বিরত থাকেন। স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সবাই যেন আস্থা গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বুধবার বিকেলে তার রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বের হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতা ও বিঘ্ন সৃষ্টির যে অভ্যাসগত চরিত্রায়ন ঘটছে তার বিলুপ্তি ঘটবে এবং সকল বৈধ রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে পালনকে অনুমোদন করবে।’
তিনি বলেন, ‘যুক্তরাজ্য-বাংলাদেশ ভবিষ্যতে স্থিতিশীল উন্নয়ন ও অগ্রযাত্রায় সংকল্পবদ্ধ। উভয় দেশ এখন এবং আগামীতেও অংশীদার। আমি আগে যেমনটা বলেছি, এই সহিংসতার মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমি আরাফাত রহমান কোকোর প্রয়াণে সম্মানিত চেয়ারপাসনকে তার সন্তান হারানোর জন্য সমবেদনা জানিয়েছি।’
মন্তব্য চালু নেই