সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট বিরোধীদলের

গ্যাস ও বিদ্যুৎ বিলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১০ সংসদের সপ্তম অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল জাতীয় পার্টি।

মঙ্গলবার অধিবেশনের প্রথম দিনই মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়াকাআউট করে রওশন এরশাদের জাতীয় পার্টি।

এ সময় রওশন বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বিদ্যুৎ বিল, গ্যাসের বিলের কমানো হচ্ছে, যেখানে পেট্রোবাংলাসহ সব কোম্পানি লাভের মুখ দেখছে সেখানে কোন যুক্তিতে এসবের মূল্য বৃদ্ধি করা হলো?’

বিরোধীদল সংসদ থেকে ওয়াকআউট করলে আমির হোসেন আমু বলেন, ‘আপনারা প্রশ্ন-উত্তর না শুনে ওয়াকআউট করলেন কেন?’



মন্তব্য চালু নেই