সংলাপ চাওয়া সুশীলরা সমাজের ক্যান্সার
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘যেসব সুশীল আগুনে পুড়িয়ে মানুষ হত্যা এবং সন্ত্রাস বন্ধের কথা না বলে সন্ত্রাসীদের সঙ্গে সংলাপের কথা বলে তারা সমাজের ক্যান্সার।’
সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার কথা বলে তারা মূলত মানুষ হত্যার ইন্ধন দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বোমা মেরে মানুষ হত্যা, দেশ ও জনগণের বিরুদ্ধে খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি বন্ধের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
১/১১ এর কুশীলবরা আবার সক্রিয় হয়েছে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, ‘সমাজে একশ্রেণীর সুশীল সমাজ আছে যারা বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করার কথা না বলে ওইসব হত্যাকারীর সঙ্গে সরকারকে আলোচনার কথা বলে। তারা বার্ন ইউনিটে গিয়ে পোড়া মানুষের পাশে না দাঁড়িয়ে কয়েকদিন পর পর সেমিনার করে উপদেশ বণ্টন করে। তারা মাঝপথে হেঁটে দুই দলকে সমান করার চেষ্টা করে মূলত মানুষ হত্যার ইন্ধন দিয়ে যাচ্ছে।’
মানুষের সঙ্গে মানুষের আলোচনা হতে পারে কিন্তু কোনো পশুর সঙ্গে আলোচনা নয়-এমন মন্তব্য করে সুশীল সমাজের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আলোচনা করতে বাধা নেই, কিন্তু সন্ত্রাসী ও জঙ্গীদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। বিএনপি-জামায়াত জোট মানুষ মারা বন্ধ না করলে তাদের সঙ্গে কোনো কথা নয়। তাই সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার কথা না বলে আপনারা জনগণের সুরে কথা বলুন।’
সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানাতে ওইসকল সুশীলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এসময় বিএনপি-জামায়াত জোটের অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হয়ে রাস্তায় নেমে প্রতিরোধের আহ্বান জানান তিনি।
সমাবেশে আরো বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।
মন্তব্য চালু নেই