সংলাপের ব্যাপারে ব্যারিস্টার রফিক যা বললেন
দেশের চলমান সঙ্কট সমাধানের জন্য সংলাপ হতেই হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
তিনি বলেন, ‘হরতাল-অবরোধ, সন্ত্রাস এবং দমন পীড়ন করে কখনো কোনো সমস্যার সমাধান হয়নি।’
সুপ্রীম কোর্টের বার ভবনে অবস্থিত নিজের চেম্বারে রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন রফিক-উল হক।
ব্যারিস্টার রফিক বলেন, ‘সঙ্কট সমাধানে পৃথিবীর সবখানে সংলাপ হয়েছে, হচ্ছে। বাংলাদেশের সমস্যা নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন, তাই তারা এখন তারানকোকে পাঠাচ্ছে। তবে তারানকো আগেও একবার এসেছিল, সমাধান হয়নি। এবারও হবে না।’
রফিক বলেন, ‘সঙ্কট নিরসনে সংলাপ শুধু দুই নেত্রী করলেই হবে না, সুধী সমাজের সঙ্গেও কথা বলতে হবে।’
সংলাপের উদ্যোগ কারা নিবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘যারা সরকারে আছে তাদেরই উদ্যোগ নেওয়া উচিত।’
সহিংসতা বন্ধ এবং সংলাপ একসাথে করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সঙ্কট সমাধানে সুশীল নাগরিকদের নেওয়া উদ্যোগকে সাধুবাদ জানান এই সাবেক এ্যাটর্নি জেনারেল।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশে কোনো সমস্যা নেই মর্মে সরকারের পক্ষ থেকে বলা হলেও সমস্যা আছে।’
খালেদা জিয়ার কার্যালয়ে খাবার দিতে বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘খাবার যেতে না দেওয়া অন্যায়। এটা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন।’
তবে ভেতরে খাবার না গেলে তিনি বেঁচে আছেন কীভাবে- এ প্রশ্নও করেন ব্যারিস্টার রফিক।
জনস্বার্থে রিট করে হরতাল-অবরোধ বন্ধ করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য চালু নেই