সংলাপের প্রক্রিয়া চলবে : নাগরিক ঐক্য

নাগরিক ঐক্য’র কর্ণধার মাহমুদুর রহমানের ‘আটকে’র পরও দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে জাতীয় সংলাপের প্রক্রিয়া চলবে বলে সাফ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ইফতেকার আহমেদ বাবু।

মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ইফতেকার আহমেদ বাবু বলেন, আমরা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে এবং এই লক্ষ্যেই কাজ করছি। এসময় কারও চরিত্র হননের উদ্দেশ্য সংকট আরও ঘনীভূত করার নামান্তর। এমতাবস্থায় তাকে গ্রেপ্তার ও অস্বীকারের মধ্যে গভীর কোন ষড়যন্ত্র কাজ করছে কিনা তা ভেবে দেখার বিষয়।

বৃহত্তর স্বার্থে আমরা মাহমুদুর রহমান মান্নার আশুমুক্তি কামনা করেন তিনি। এবিষয়ে সকল গণতন্ত্রমনা ব্যক্তি, শক্তি ও দলের হস্তক্ষেপ চেয়েছেন নাগরিক ঐক্যের এ নেতা।



মন্তব্য চালু নেই