সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তায় আইন হচ্ছে: তথ্যমন্ত্রী
দেশের সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তায় আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংবাদপত্রকর্মী (চাকরির শর্তাবলী) আইনের খসড়াও প্রস্তুত করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য দেন।
পত্রিকার ডিক্লারেশন বাতিলে জেলা প্রশাসকদের (ডিসি) ক্ষমতা দেওয়া সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বেশ কিছু সংবাদপত্র চাকরি থেকে সংবাদকর্মীদের ইচ্ছেমতো অব্যাহতি দেয়। এমনকি ঈদের সময়েও। এ বিষয়টি নিয়ে কোনো আইন করা হবে কি-না জানতে চাইলে তথ্যমন্ত্রী আইনের বিষয়টি তুলে ধরেন।
মন্তব্য চালু নেই