সংগঠিত ভোক্তারাই রুখবে খাদ্যে ভেজাল, ফরমালিন ও ফলমুলে ক্যামিকেল মিশ্রণ

সংগঠিত ভোক্তারাই রুখবে খাদ্যে ভেজাল, মাছ মাংশে ফরমালিন মিশ্রণ, নকল ভেজাল এবং ক্যামিকেল দিয়ে ফলমুল পাকানোসহ মানব বিধ্বংসী অপকর্ম। কারন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কারনে বর্তমানে দেশের অধিকাংশ মানুষ এখন স্বাস্থ্যকর খাবার, নিরাপদ খাদ্য সম্পর্কে অনেক বেশী সচেতন। তবে খাদ্যে ভেজালকারী ও অসাধু ব্যবসায়ীরা যেভাবে সংগঠিত ও শক্তিশালী সিন্ডিকেট সেভাবে ভোক্তারা সংগঠিত নয় বিধায় এ সমস্ত মুল্য সন্ত্রাসীরা মানুষকে জিম্মি করে জনগনের পকেট কাটতে পারছে। তবে তাদের অপকর্ম আর বেশী দিন চালানো যাবে না।

এখনকার প্রজন্ম বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তির কারনে খাদ্যে ভেজাল ও নকলের ঘটনাগুলি অতিদ্রুত তাদের হাতে সহজেই ধরা পড়ে যাচ্ছে। তাই এখন সময় এসেছে জেগে উঠার এবং তৃনমুল পর্যায়সহ সকল স্তরে নকল, ভেজালের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ ও সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ভোক্তা সংগঠন হিসাবে পাড়ায় মহল্লায় ক্যাব গড়ে তোলা। তাহলেই অকালে ক্যান্সার, কিডনী বিকল, স্থুল স্বাস্থ্য, হ্দৃরোগ, মুত্রনালি ও পাকিস্থলীর পীড়াসহ মানব ঘাতক রোগ থেকে জাতি রক্ষা পাবে। বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ বোয়ালখালী ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালখীলী উপজেলার উদ্যোগে আলোচনা সভায় বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন। বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার খন্দকার নুরুল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলনা ওবাইদুল হক হাক্কানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার শেফু।

প্রধান বক্তা ছিলেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন। ক্যাব বোয়ালখালী উপজেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক এস এম শাহনেওয়াজ আলী মির্জার সঞ্চালানায় অনুষ্ঠিত আলোচনায় অংশনেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছবেরী, ক্যাব বোয়ালখালীর সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সরোয়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ মঈন উদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক জানে আলম, উপজেলা স্কাউটস সম্পাদক জানে আলম মাস্টার, উপজেলা ক্যাব সদস্য কামাল উ্দ্দীন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তাগন বলেন ভোক্তা হিসাবে সাধারন জনগনকে সচেতন করা, সংগঠিত করে ভেজাল, ফরমালিন মিশ্রন, ওজনে কম দেয়া, পণ্য ও সেবা সার্ভিসের অব্যবস্থাপনা, ভোগান্তি ও হয়রানি লাগবে কার্যকরী উদ্যোগ গ্রহনের জন্য ভোক্তা হিসাবে সাধারন জনগনকেই ক্যাব এর সদস্য হয়ে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। কারন রাজনৈতিক দল যারা জনগনের জন্য রাজনীতি করেন বলে দাবী করেন তারা ক্ষমতায় গেলে জনগনের কথা ভুলে যান আর বিরোধী দলে থাকলে শুধু ক্ষমতায় আরোহন ছাড়া অন্য জিকির থাকে না।

ক্যাব এর ভেজাল বিরোধী আন্দোলন দেশ ও জাতিকে বাঁচানোর আন্দোলন। তাই একজন সচেতন নাগরিক হিসাবে দল মত ও বিশ্বাসের উর্ধ্বে উঠে নিরব ঘাতক খাদ্যে ভেজাল, নকল ও ওজনে কারচুপির বিরুদ্ধে তৃনমুল পর্যায়ে গণসচেতনতা সৃষ্ঠির জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

বক্তারা আরো বলেন, খাদ্যে ভেজাল, ক্যামিকেল মিশ্রণ, ফরমালিন মিশ্রণ এখন জনগনের কাছে নিত্যনৈমত্তিক ঘটনা হয়ে গেেেছ। খাদ্যে ভেজাল ও নকলের বিরুদ্ধে একশ্রেনীর মানুষের নিরব থাকার সংস্কৃতির কারনে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসার নামে জনগনের পকেট কাটার প্রবনতার হার বাড়ছে আর সরকার একার পক্ষে অসৎ ব্যবসায়ী, সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কঠিন। নাগরিক হিসাবে যদি সাধারন জনগন সরকারকে সহযোগিতা করে তাহলে এই প্রাণঘাতি নকল, ভেজাল, ফরমালিন মিশ্রনের মতো জঘণ্য অপরাধ প্রতিরোধ করা সম্ভব। আর তা না হলে এই প্রাণঘাতি রোগ সমাজের সকল রন্দ্রে রন্দ্রে বিস্তার লাভ করে পুরো সমাজকে কলুষিত করে তুলবে। সেখানে পুরো সমাজাই ভেজালের স্বর্গ রাজ্যে পরিনত হবে। মেধাবী, সুস্থ, সুন্দর ও কর্মক্ষম মানুষ পাওয়া কঠিন হয়ে যাবে। পুরো জাতিই তখন রোগাক্রান্ত ও অক্ষম জাতিতে পরিনত হবে। তাই এখনই সময় নকল, ভেজাল ও ফরমালিন এবং খাদ্য দ্রব্যে বিভিন্ন ক্যামিকেল মিশ্রনকারীদের বিরুদ্ধে শক্তিশালী সাামজিক প্রতিরোধ গতে তোলা।



মন্তব্য চালু নেই