সংক্ষিপ্ত চরিত্রে ‘বাজরাঙ্গি ভাইজান’ এ কারিনা!
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে নিয়ে গণমাধ্যমগুলো আবারো গল্প ফাঁদার সুযোগ পেয়ে গেল। সালমান খানের বিপরীতে আগামী ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘বাজরাঙ্গি ভাইজান’এ কারিনার চরিত্র নাকি খুবই সংক্ষিপ্ত , আর তা নিয়েই শুরু হয়েছে যত জল্পনাকল্পনা।
‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার মূল কাহিনি এগিয়েছে শিশু অভিনেত্রী হারশালি মালহোত্রাকে নিয়ে। ভারতে হারিয়ে যাওয়া পাকিস্তানি শিশুর চরিত্রে দেখা যাবে হারশালিকে। এই শিশুকেই নিজ দেশে ফিরিয়ে দিতে দেখা যাবে সালমান খানকে। মূল চরিত্রের সালমান ও হারশালিকে বাদ দিয়ে কারিনার চরিত্রটি নাকি মাত্র ১০-১৫ মিনিট স্থায়ী। আর ১০/১৫ মিনিটের স্থায়িত্ব হলে তা তো পর্দায় অতিথি চরিত্রের মতই দেখায়।
উল্লেখ্য, ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার পরেই কারিনাকে ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় দেখা যাবে।
মন্তব্য চালু নেই