ষষ্ঠ দফায় নির্বাচনে ১৯ উপজেলায় ভোট ১৯মে

পঞ্চম দফা উপজেলা নির্বাচনের শেষে ষষ্ঠ দফা নির্বাচনের তোড়জোড় চলছে। ষষ্ঠা দফায় ১৯টি উপজেলায় নির্বাচন হবে। নির্বাচন কমিশনের সূত্রে জানা যায়, ষষ্ঠ দফা নির্বাচনের সম্ভাব্য তারিখ ১৯ মে। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে।

ষষ্ঠ দফায় যেসব উপজেলায় নির্বাচন হবে সে উপজেলা গুলো হলো, রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচরা, পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতুলী, পটুয়াখালীর রাঙাবালী, রাজবাড়ীর কালুখালী, নারায়ণগঞ্জের বন্দর, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল, বি’বাড়িয়ার বিজয়নগর ও বাঞ্চারামপুর, কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ, বরিশালের মেহেন্দীগঞ্জ, নেত্রকোনার আগপাড়া, শেরপুরের নকলা ও মাদারীপুর সদর উপজেলা।

তবে নাটোরের নলডাঙ্গা ও নারায়ণগঞ্জ সদরের সীমানা ও মামলা বিষয়ক জটিলতা থাকায় এ নিয়ে বৈঠকে আলোচনা চলছে। আলোচনা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।



মন্তব্য চালু নেই