শ্লীলতাহানির শিকার বিপাশা

সারাক্ষণ কাজ আর কাজ। এত ব্যস্ততা কি আর ভালো লাগে? তাইতো একটু সুযোগ পেলেই বিদেশ পাড়ি জমায় বলিউড সেলিব্রেটিরা। একটু শান্তির আশায় তারা উড়ে যায় দূরদেশে।

বিপাশা বসুও তেমনই তার বোন বিজেতার সঙ্গে গিয়েছিলেন আমেরিকা। দুই বোন সেখানে চুটিয়ে শপিং করবেন বলে এক মলে যান। তারা ভেবেছিলেন তাদের কেউ চিনবে না।

তবে কিছু লোক বিপাশাকে ঠিক চিনেই নিল। অবশ্য অভিনেত্রী হিসেবে নয়, তারা বিপাশাকে চিনতেন সেক্স সিম্বল হিসেবে। বিপাশাকে দেখেই তারা তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন এবং ছবি তোলার জন্য উঠে পড়ে লাগেন।

রেগে গিয়ে বিপাশা তাদের ধমক দিলে পরিস্থিতি আরও বিগড়ে যায়। শেষমেশ নিজের প্রাণ নিয়ে বোনের সঙ্গে মল ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হন এই অভিনেত্রী।



মন্তব্য চালু নেই