শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার ম্যাচে মাঠে ঢুকে অদ্ভুত কাণ্ড ঘটালো অস্ট্রেলিয়ার এক পাগল
অস্ট্রেলিয়ার এক পাগল সমর্থক৷ শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার ম্যাচে মাঠে ঢুকে অদ্ভুত ঘটনা ঘটালেন এক পাগল। তার এই তাজ্জ্বব হওয়া কাজের জন্য সোজা এখন জেলে৷
শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টের প্রথমদিনের শেষেরদিকের ঘটনা৷ সে সময় বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ৷
গোটা পিচ কভার করা রয়েছে৷ ঠিক সেই সময় হঠাৎই অ্যালেক্স জেমস নামের এক অজি সমর্থক ফেন্সিং পেরিয়ে মাঠে ঢুকে পড়েন৷ এবং ঢাকা থাকা পিচের উপর থাকে (অপ্রকাশ যোগ্য শব্দ) অবস্থায় দৌড়তে থাকে৷
নিরাপত্তারক্ষীরা দেরি না করে তাকে বাগে আনার চেষ্টা করেন৷ অবশেষে তাকে গ্রেফতার করা হয় এবং ক্যান্ডি ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয়৷ আদালত জেমসকে এক সপ্তাহের জেলের নির্দেশ দেয়৷
এই ঘটনার জন্য তিন হাজার টাকা জরিমানা করা হয়৷ এই ঘটনার জেরে দ্বিতীয়দিন কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ক্যান্ডি টেস্টে৷
মন্তব্য চালু নেই