শ্রীলঙ্কায় রণবীর-দীপিকার ‘বেবি মোমেন্ট’!
শিশুদের সঙ্গ দীপিকা পাড়ুকোনের দারুণ পছন্দ। ছোটদের কাছে পেলে তাদের সঙ্গে চুটিয়ে এনজয় করেন নায়িকা। সম্প্রতি এক বন্ধুর বিয়েতে তৈরি হল তেমনই এক ‘বেবি মোমেন্ট’। আর দীপিকার সঙ্গে সে মুহূর্ত শেয়ার করলেন রণবীর সিংহ, দীপিকার রিয়েল লাইফ প্রেমিক! বি-টাউনের গসিপ অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।
দিন কয়েক আগেই শ্রীলঙ্কায় এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে যোগ দিতে মার্কিন মুলুকের শুটিং থেকে ছুটি নিয়ে দেশে এসেছেন দীপিকা। এত দিন শোনা যাচ্ছিল, ওই অনুষ্ঠানে দীপিকার সঙ্গে নাকি রণবীর সিংহও নিমন্ত্রিত! এ বার ছবিতে হাতেনাতে সেই প্রমাণও মিলল।
ছবিতে দেখা যাচ্ছে, এক শিশুকে কোলে নিয়ে পার্টিতে ঘুরছেন দীপিকা। রণবীরও বাচ্চাটির সঙ্গে খেলতে ব্যস্ত। অনুরাগীদের প্রশ্ন, এমন মুহূর্ত তাঁদের জীবনে কবে আসবে?
মন্তব্য চালু নেই