শ্রীলংকার বিপক্ষে কিপিং করবেন এনামুল!

মেলবোর্নে এসে অনুশীলন করার সময় তাসকিনের একটি বল খেলতে গিয়েই আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। যদিও পরে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয় বলেই জানানো হয়েছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তবে, আসল ঘটনা জানা যাচ্ছে এর পরই।

আঙ্গুলের চোটের কারণে হয়তো ব্যাট করতে সমস্যা হবে না। কিন্তু কিপিং করতে সমস্যা হতে পারে। বিষয়টা এখনও নিশ্চিত নয়। এ কারণেই শ্রীলংকার বিপক্ষে ম্যাচে উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে।

অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মুশফিক সম্পর্কে অধিনায়ক মাশরাফি বলেন, ‘সে (মুশফিক) এখন সম্পূর্ণ সুস্থ। আজ (বুধবার) পুরোটা সময় নেটে অনুশীলন করেছে সে।’

তবে একই সঙ্গে মুশফিক উইকেটকিপিং করতে পারবেন কি না এ বিষয়টা নিশ্চিত করে বলতে পারেননি। বিষয়টা ফিজিও বলতে পারেন জানিয়ে মাশরাফি বলেন, ‘এখনও ২৪ ঘন্টা সময় হাতে আছে। দেখা যাক কী হয়। আজ তো সে পুরোটা সময় নেটে ব্যাটিং করেছে। হাতে তেমন ব্যাথা নেই। ফোলাও নেই। আপাতত ব্যাটিং করতে কোন সমস্যা মনে হচ্ছে না। তবুও উইকেটকিপিং করতে পারবে কি না সেটা বলতে পারছি না। ফিজিও দেখে সিদ্ধান্ত জানাবেন।’

বিকল্প কী তাহলে? জানতে চাইলে মুশফিক বলেন, ‘মুশফিক যদি শেষ পর্যন্ত উইকেটের পেছনে দাঁড়াতে নাই পারেন, তাহলে আমাদের হাতে বিকল্প আছে- এনামুল হক বিজয়। উইকেটের পেছনে দাঁড়ানো তার নতুন নয়। ব্যাটিং, ফিল্ডিং অনুশীলনের পাশাপাশি নিয়মিতই কিপিং অনুশীলন করেন তিনি।’



মন্তব্য চালু নেই