শ্রীমঙ্গল বধ্যভুমিতে পর্যটক আকৃষ্ট বৃক্ষ চারা রোপন

প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদের আনন্দকে ধরে রাখতে এবং বধ্যভুমি-৭১ এর সুন্দর্য বৃদ্ধিতে রোপন করা হয়েছে সুন্দর্যবর্ধক বিভিন্ন পাতা বাহার ও ফুলের গাছ। একই সাথে সংযুক্ত করা হয়েছে সুগন্ধী ফুলে গাছও। গতকাল সন্ধায় বধ্যভুমির ফ্রেস কর্ণারে শ্যামলী পরিবহনের চেয়ারম্যান রামেন্দ্র নাথ ঘোষ একটি সৌরভ ছড়ানো কামিনি ফুল ও বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম খান পিএসসি আরো একটি সুগন্ধী শেফালীকা ফুলের গাছ রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় বধ্যভুমির অন্যতম পরিচালক বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন ও মুক্তিযুদ্ধের তথ্য ও স্মারক সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্ত্তীর পরিচালনায় এ রোপন অনুষ্ঠানে আরো যোগদেন শ্যামলী পরিবহনের কেন্দ্রীয় পরিচালক রাকেশ চন্দ্র ঘোষ, বিজিএল এর চেয়ারম্যান এমডি হাফিজুর রহমান বকুল, শ্রীমঙ্গলের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহ আরিফ আলী নাসিম ও সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম প্রমুখ।এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের অর্থনীতির শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি জীবন পাল ও দৈনিক নতুন দিনের জেলা প্রতিনিধি শিমুল তরফদার। এসময় শ্রীমঙ্গলে বেড়াতে আসা বেশ কিছু পর্যটকও এ কর্মসূচীতে অংশ নেন।



মন্তব্য চালু নেই