শ্রীমঙ্গল এর জঙ্গি বিরোধী গনসচেতনতা মূলক প্রচারণা

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের আজ জনসাধারণের মাঝে জঙ্গি বিরোধী গণসচেতনা মুলক প্রচারনার লক্ষে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর উদ্যোগে জঙ্গি বিরোধী লিফলেট, পোষ্টার ও স্টিকার বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর ক্যাম্প ইনচার্জ সিনিয়র এএসপি মো. হায়াতুন নবী’র নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়।

এ সময় র‍্যাবের অন্যান্য অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর ক্যাম্প ইনচার্জ সিনিয়র এ এসপি মো. হায়াতুন নবী জানান, র‌্যাবের সদর দপ্তরের নির্দেশে দেশ ব্যাপী জঙ্গি বিরোধী লিফলেট, পোষ্টার ও স্টিকার দিয়ে শহরের জনসাধারণের মাঝে জঙ্গি বিরোধী গণসচেতনা মুলক এ প্রচারণা কর্মসুচি পালন করছেন। তিনি আরো জানান, মঙ্গলবার বিকালে এ ক্যাম্পের আওতাধীন হবিগঞ্জ শহরেও একই ভাবে প্রচারণা চালনো হয়।



মন্তব্য চালু নেই