শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের নগদ অর্থ জরিমানা

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ- জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের নির্দশনা মোতাবেক মৌলভীবাজার জেলার বিভিন্ন হাট বাজারে দুইদিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনার আজ ছিল শেষদিন। আজ ২৭ জুলাই ২০১৬ (বুধবার) শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্টেশন রোডে শাহ হোটেলকে অপরিচ্ছন্নতার কারনে নগদ ৩ হাজার টাকা ও প্যারাগন ফার্মেসীককে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম। এই সময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার এসআই হাবীব ও সাংবাদিক বৃন্দ।



মন্তব্য চালু নেই