“শ্রীমঙ্গলে বিভিন্ন স-মিলে ভ্রাম্যমাণ অাদালত পরিচলনা”

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  ০৮ই সেপ্টেম্বর সারাদিনব্যাপী বিভিন্ন স-মিলে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

বন বিভাগের উদ্দ্যোগে ভ্রাম্যমাণ অাদালতের অভিযান পরিচালিত হয়েছে । এ সময় এসময় মোট ২৬টি স-মিলে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়।

শ্রীমঙ্গল বনবিভাগ সুত্রে জানা যায়, এই অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন বিভাগীয় বন কর্মকর্তা অারএসএম মনিরুল ইসলাম, বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট এবং রাজেশ চাকমা, সহকারি বন সংরক্ষক শ্রীমঙ্গল, হবিগঞ্জের সহকারি বন সংরক্ষক এজেডএম হাসানুর রহমান ।

দিনব্যাপি অভিযানে শ্রীমঙ্গলের বিভিন্ন স-মিল থেকে মোট ১২১ পিস বিভিন্ন প্রকারের অবৈধ কাঠ জব্দ করা হয় । যার বর্তমান বাজার মুল্য আনুমানিক প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা বলে স্থানীয় বন বিভাগ সুত্রে জানাযায় ।



মন্তব্য চালু নেই