“শ্রীমঙ্গলে বিজিবির অভিযানে অবৈধ কাঠ, বাঁশ ও বিড়িসহ প্রাইভেট কার আটক”
সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধি:-শ্রীমঙ্গল বিজিবি সেক্টরের অধীন ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুড়াইছড়া বিওপি হতে নায়েব সুবেদার আঃ হাই আকন্দের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার অন্তর্গত কাঠালতলী নামক স্থান হতে ৫৫.৬৮ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের বাজার মূল্য ৩ লক্ষ ৪২ হাজার ৪৫৬ টাকা । যা মুড়াইছড়া বনবিভাগে জমা করা হয়েছে।
অপরদিকে, ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিওপি হতে একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মোঃ দাইমুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার অন্তর্গত বামন বাজার নামক স্থান হতে ২৩ হাজার ৫০০ টি নাসির পাতার বিড়ি ও বিড়ি বহনকারী ১টি প্রাইভেট কার আটক করতে সক্ষম হয়। আটককৃত বিড়ি এবং প্রাইভেট কারের বাজার মূল্য ১৪ লক্ষ ৪৭ হাজার টাকা । যা শমসেরনগর শুল্ক অফিসে জমা করা হয়েছে।
শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক মো. আখতার ইকবাল এএফডব্লিউসি পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই