শ্রীমঙ্গলে পিঠা উৎসব ২০১৭ অনুষ্ঠিত
সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ একসময় বাঙ্গালীর যে কোন উৎসব আনন্দে মিশে থাকতো রকমারি পিঠা। পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়নের প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। হাজার বছর আগ থেকেই কৃষকের ঘরে হেমন্তের ফসল উঠলে তৈরি হত পিঠা। এই ধারাবাহিকতা চলতো শীতকাল পর্যন্ত। নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে প্রথমবারের মডেল একাডেমী স্কুলের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব ২০১৭ইং অনুষ্ঠিত হয়েছে।
মো: তাজুল ইসলামের সভাপতিত্বে এবং মাহবুবুল আলম স্বপনের পরিচালণায় মুসলিমবাগ এলাকায় মডেল একাডেমীর স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইসমাঈল মাহমুদ, শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, কুঞ্চবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. মো:একরামুল কবীর, ম্যাক বাংলাদেশের প্রধান নির্বাহী পরিচালক এস এ হামিদ, দৈনিক প্রথম ভোরের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল আহমেদ পাপ্পু প্রমুখ। এছাড়াও অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিরা এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের অবিভাকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই