“শ্রীমঙ্গলে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়”

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধি: নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের পর্যটন স্পটগুলো দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক – দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। এদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছে।

ঈদের ৪র্থ দিনেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় অব্যাহত রয়েছে। চা বাগান, রমেশ গৌড়ের সাত কলার চা, লাউয়াছড়া জাতীয় পার্ক, বধ্যভূমি ৭১, বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন, বিটিঅারঅাই, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, হাইল- হাওর, বাইক্কা বিলসহ অন্যান্য পর্যটন স্পটগুলো লোকে লোকারন্য হয়ে উঠেছে।

অনেকে আবার ঈদের অাগেই পরিবার- পরিজন নিয়ে শ্রীমঙ্গলে ঈদ করতে এসেছেন। এজন্য শ্রীমঙ্গলের অাবাসিক হোটেল, কটেজ, রিসোর্ট, রেস্টহাউজ, পাঁচ তারকা মানের টি রিসোর্ট এন্ড গলফ, টি রিসোর্ট এন্ড মিউজিয়ামসহ সব হোটেল অগ্রিম বুকিং হয়ে যায়।

অাজ সরেজমিন ঘুরে দেখা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ঢল নেমেছে। নারী, শিশুসহ ভ্রমনপিয়াসী মানুষ বনের অভ্যন্তরে ঘুরে বেড়াচ্ছেন। প্রকৃতির নিবিঢ় সান্নিধ্যে বিচিত্র গাছপালা ও বিভিন্ন প্রজাতির পশুপাখি দেখে পুলকিত হচ্ছেন।

শহরের খুব কাছা কাছি বধ্যভূমি ৭১- এ দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। ঈদের দিন থেকে অাজ পর্যন্ত পর্যটকের ভিড় লেগেই রয়েছে।

বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনেও চলছে উপচে পড়া ভিড়। বিভিন্ন প্রজাতির পশুপাখি দেখতে শিশুসহ নারী- পুরুষ ভিড় করছেন এখানে। শ্রীমংগলের পর্যটন স্পটগুলোতে ঈদ পরবর্তী অারো ৩/৪ দিন দর্শনার্থীদের ভিড় অব্যাহত থাকবে বলে জানা গেছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, পর্যটকরা নির্বিঘ্নে যাতে পর্যটন স্পটগুলোতে ঘুরতে পারেন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও গ্রহন করা হয়েছে।



মন্তব্য চালু নেই